১৫৩তম জন্মদিন স্বামী বিবেকানন্দের
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডি.কম
১৮৬৩ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। ১৮৯৩ সালে শিকাগোতে তাঁর সেই বিখ্যাত ভাষণ যা তিনি শুরু করেছিলেন, ‘‘সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা….’’ বলে। যার পর হাত তালিতে ফেটে পড়েছিল অডিটোরিয়াম। ১৮৮১ সালে প্রথম দেখা রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে এক সভায়। যেখানে গান গেয়েছিলেন বিবেকানন্দ। যা শুনে ভাল লেগেছিল ঠাকুর রামকৃষ্ণের। তখন তিনি তাঁকে দক্ষিণেশ্বরে যেতে বলেন। পরে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে ঠাকুরের সঙ্গে দেখা করতে যান বিবেকানন্দ। সেই শুরু সম্পর্কের। ১৫৩তম জন্মদিনে ছবিতে আরও এক বার মনে করা স্বামী বিবেকানন্দকে।