১৬ বছরেই ৫ বিয়ে করেছে এ কিশোর!
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রানা নামের এক কিশোর বিয়ের নুন্যতম বয়স হওয়ার ৫ বছর আগেই ইতিমধ্যে ৫টি বিয়ে করেছে।
ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর বিয়ের জন্য নুন্যতম বয়স বাধ্যতামূলক অথচ রানা নামের ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ সে ৫টি বিয়ে করে বাল্য ও বহুবিবাহের শৃংখলা অবাধে ভেঙে চলেছে।
অভিযুক্ত কিশোর রানা উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের রাশেদ মণ্ডল এর ছেলে।
জানাযায়, রানা ১৪ বছর বয়সে যৌতুক নিয়ে প্রথম বিয়ে করে আবার গত ২০ জুলাই ২০১৮ শুক্রবার বিয়ে করার মধ্য দিয়ে ওই কিশোর গত দুই বছরে ৫টি বিয়ে করেছে।
স্থানীয়রা জানায়, এর আগের ৪টি স্ত্রী নানা দেনদরবারের পর তাকে তালাক দিয়ে চলে যায়। এরপরও নতুন করে ৫ম বিয়ে করার সংবাদে গ্রামবাসীও ওই কিশোর ও তার পরিবারটির ওপর মহাবিরক্ত।
এদিকে বয়স না হওয়ায় ছেলেকে একাধিক বিয়ে দেয়ায় রানার পিতা রাশেদ মণ্ডলকে পুলিশ সোমবার রাতে আটক করেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বিয়ে পাগল রানা মণ্ডল।