১৮৮ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ান বিমান বিধ্বস্ত
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে লায়ন এয়ারের একটি জেটি-৬১০ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি জাকার্তা বিমানবন্দর থেকে দেশটির পাংকাল পিনাং দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিলো। উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় সাগর পাড়ি দেওয়ার সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। লায়ন এয়ার ইন্দোনেশিয়ায় স্বল্প বাজেটের বিমান পরিবহন সংস্থা হিসেবে পরিচিত। দুর্ঘটনাকবলিত বিমানটি বোয়িং ৭৩৭ মডেলের বলে জানা গেছে। বিমানটি ২০১৬ সাল থেকে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে। এবছরের আগস্ট মাস থেকে একে লায়ন এয়ারে সংযুক্ত করা হয়।
সংস্থাটির প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাইট বলেন, ‘এই মুহূর্তে কোনও মন্তব্য করতে পারছি না। আমরা যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছি।’
এর আগে, ২০১৩ সালে লায়ন এয়ার ফ্লাইট ৯০৪ সাগরে বিধ্বস্ত হয়। এতে ১০৮ যাত্রী বেঁচে ফিরলেও ২০০৪ সালে লায়ন ফ্লাইটের ৫৩৮ বিমান বিধ্বস্ত হয়ে ২৫জন নিহত হয়। রয়টার্স ।