টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ ২০ অক্টোবর রবিবার সকালে এ উপলক্ষ্যে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যাল পতাকা, উত্তোলন, মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ, পায়রা, ফেন্টুন ও বেলুন উড়ানো, প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা শেষে কেক কাটা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও মির্জাপুর আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন, ভাইস-চ্যান্সেলন প্রফেসর ড. মো. আলাউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য বৃন্দ, অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।