২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে -পররাষ্ট্রমন্ত্রী

 

 

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা হবে এ ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই। আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়ন করে জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে, দেশের উন্নয়ন করা বর্তমান সরকারের অঙ্গীকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার কোন বিকল্প নাই।
বিদ্যু, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন উন্নয়নের কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সে জাদু জানা আছে। গতকাল ০৫ জানুয়ারী শুক্রবার দুপুর ১২টায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে উপজেলার পুনট্রি ইউনিয়নে গোবিন্দগঞ্জ- ঘোড়াঘাট-বিরামপুর- ফুলবাড়ি-দিনাজপুর সড়কের ৮১তম কিঃমিঃ এ ৩ কোটি ৮৫ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত ২৫ মিটার দৈর্ঘ্য আমবাড়ী সেতু নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আমবাড়ী বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

মন্ত্রী আরও বলেন, আওয়ালীগ সরকার কথায় নয় কাজে প্রমান করেছে। শুধু দেশেই নয় সারা বিশ্বে এখন আওয়ালীগ সরকারের সুনাম ছড়িয়ে পড়েছে। তাই দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে কোন নৈরাজ্য করতে দেয়া হবেনা।

পুনট্রি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ্ধসঢ়; মকছেদ আলীর সভাপতিত্বে সভায় দিনাজপুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সড়ক সার্কেল মো: আব্দুল হালিম,দিনাজপুর নির্বাহী প্রকৌশলী সওজ মো: মাসুম সারওয়ার, চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আইয়ুবর রহমান শাহ্ধসঢ়;, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন সরকার গোলাপ,পুনট্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক নুর-এ- কামাল, পুনট্রি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্তার হোসেন খোকন, থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বিকাল ৩ টা ৩০ মিনিটে হাসিমপুর মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একডেমিক ভবনের শুভ উদ্বোধন ও বিকাল ৪ টায় হাসিমপুর মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!