ইতিহাসের এই দিনে: ২১ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ২১ জুন, ২০১৭, বুধবার। ৭ আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭২ত(অধিবর্ষে ১৭৩তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭৮৮ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়।

১৮৬২ খ্রিস্টাব্দের এই দিনে অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুন ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ।

১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়।

১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ।

১৯৩৫ খ্রিস্টাব্দের এই দিনে প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ।

১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সঙ্গীত দিবসের প্রস্তাব করেন।

১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ নেয় এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (রঃ) ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদরের প্রতি সংসদের অনাস্থা ও প্রেসিডেন্ট পদে তাকে অযোগ্য ঘোষণার রায় অনুমোদন করেন।

১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে থেকে ইউরোপ এবং পরে সারা বিশ্বে বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা শুরু হয়।

১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোক নিহত।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে পশ্চিমি দুনিয়ার শর্ত মেনে নিয়ে রাশিয়া ন্যাটোতে যোগ দেয়।

২০০২ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ। স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি।

২০০৪ খ্রিস্টাব্দের এই দিনে মহাশুন্যে প্রথম বেসরকারী মহাকাশযান স্পেসশীপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে।

জন্ম

১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান ভাষা বিজ্ঞানী ফ্রেডরিখ ক্লুগের জন্ম।

১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে নোবেল জয়ী ফরাসী সাহিত্যিক জাঁ পল সার্ত্রের জন্ম।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন এর জন্ম।

১৯৫৩ খ্রিস্টাব্দের এই দিনে বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এর জন্ম।

মৃত্যু

১০৩৭ খ্রিস্টাব্দের এই দিনে কিংবদন্তীতুল্য দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী ইবনে সিনা ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন।

১৮৫২ খ্রিস্টাব্দের এই দিনে কিন্ডার গার্টেন শিক্ষা ব্যবস্থার প্রবর্তক ফ্রিডরিখ ফ্রোয়েবলের মৃত্যু।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে ইন্দোনেশিয়ার স্বাধীনতার স্থপতি ডক্টর আহমদ সুকর্ণ ইন্তেকাল করেন।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এর ইন্তেকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!