২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতি দিতে ভারত শাখা ছাত্রলীগের জাতিসংঘে স্মারকলিপি পেশ
আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
২৫মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ, ভারত শাখার পক্ষ থেকে ভারতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশন,দিল্লীর মাধ্যমে আজ জাতিসংঘের মহাসচিব বরাবর এক স্বারকলিপি দেওয়া হয়েছে।
ভারত শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহাগ সরকার কাগজ২৪ ডট কম কে জানান, বাংলাদেশের ইতিহাসে ২৫ মার্চ যেমন একটি কালো দিন হিসেবে স্বীকৃত পেয়েছে। তেমনি সারাবিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতার ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়,বাংলাদেশে ১৯৭১ সালের ২৫ মার্চে নৃশংস ও ভয়াবহ গণহত্যার মতো যে ঘটনা ঘটেছে তা পৃথিবীতে বিরল।
সেদিন বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইটের’ নামে যে নির্মম গণহত্যা চালায় তা বিশ্বে আর কোথাও ঘটেনি। এ দিন রাতের অন্ধকারে নিরীহ ঘুমন্ত মানুষের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। মুহূর্তে শ্মশানপুরীতে পরিণত হয় বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তান।
সেই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডকে স্মরণ করেই ভারত শাখা ছাত্রলীগ ২৫মার্চ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির জন্য জাতিসংঘে একটি স্বারকলিপি পেশ করেন। জাতিসংঘে স্বারকলিপি জমাদানের মাধ্যম হিসেবে কাজ করেন ভারতীয় হাইকমিশন।