২৫শ ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রান সহয়তা
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নীলফামারীর ডিমলায় বুধবার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। তিস্তার পাড়ের ২হাজার ৫শ পরিবারের মাঝে এসব ত্রান বিতরন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
এ সময় উপস্থিত ছিলেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রানলয়ের উপ-সচিব আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম, নীলফামারী জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম।
২দফায় একই সাথে ২০ কেজি চাল ও ৭০ হাজার টাকার শুকনো খাবার বিতরন করা হয়েছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।