৪ দিন ব্যাপি শিশুদের মাঝে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৮ এর প্রথম রাউন্ড খাওয়ানো শুরু
সৈয়দ আকতারুজ্জামান রুমী,পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ৪ দিন ব্যাপি শিশুদের মাঝে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৮ এর প্রথম রাউন্ড খাওয়ানো হচ্ছে। এ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ সকাল ৯টা ৪৫ মিনিটে পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে বেলুন উড্ডয়নের মধ্যে দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৮ এর প্রথম রাউন্ড উদ্বোধন করেন। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খানের সভাপতিত্ব অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথির বক্তব্যদেন পাবনা সদর ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট সামসুল হক টুকু, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল,রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক আনিসুর রহমান ও জেলা সিভিল সার্জন ডাঃ তাহাজ্জেল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ আকসাদ আল মাসুর আলম।