বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ঘাটাইলের রসুলপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভা
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রসুলপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ২৬ আগস্ট ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঘাটাইল উপজেলা শাখার আহ্বায়ক মো. রুহুল আমিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মো. ওমর ফারুক (বিপ্লব)। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুহা. নজরুল ইসলাম খান মিলন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সদস্য বিমল আচার্য্য, আব্দুল হক আকন্দ, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর যুগ্ন আহ্বায়ক সৈকত হাসান, সদস্য শাফী শাহরিয়ার, রফিক হাসান, ফারুক, শাহাদত শিকদার, এস.এন.খান রানা সহ মুক্তিযুদ্ধার সন্তান কমান্ড এর শতাধিক নেতাকর্মি। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রসুলপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হন মোঃ ইউসুফ আলী, যুগ্ন-আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ ও সদস্য সচিব হন মাহমুদুল হাসান লিয়াকত।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।