এম এস ইসলাম আকাশ এর কবিতা- আর ফিরব না কভু
আর ফিরব না কভু
—————— এ/ম/এ/স/ই/স/লা/ম/আ/কা/শ
আর ফিরব না কভু তোমাদের হাটে
পসরা সাজাবো না আর কোন পণ্যের,
আমি বেঁচে দিয়েছি আমার সব পণ্
সস্তায় বিকিয়েছি সব ছিল যা ছিল
সামান্য।
সততার সবটুকুই বিকিয়েছি
অসততার মাঝে
আমার সততা ঘুমরে মরে অসততার
ভাজে,
কি দাম আছে আমার বিকানো সততার
তাজে
অসততা বিধ্বংশী হয়ে এ বুকে বাজে।
একদিন চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে
পড়ে রবে শুধু স্মৃতির পসরা এ জগৎ
সংসারে,
আমি তো মহামানব নই, নই কোন
মহাজন
আমাকে স্মরিবে কে আছে কি কোন
জন?
এত ঝগড়া এত কলহ কেন এ সংসার
সমরাঙ্গনে
সামান্য সময়ের অতিথি আমরা পৃথিবী
প্রাঙ্গনে,
কিছুই যাবে না সাথে, থাকবে না কোন
সম্বল
তবে কেন বা কিসের জন্য এ কলহ
কোন্দল?
তুমিতো অমর নও এ সমাজ সংসারে
তবে কেন আস্ফালন কর বারে বারে,
ছেড়ে সব ধান্দাবাজি তৈরি হও মন
যে কোন সময় তোমার আসিবে সমন।