রুদ্র ম আল-আমিন এর কবিতা-দিগন্তরেখা
“দিগন্তরেখা ”
রুদ্র ম আল-আমিন
দিগন্তের ওপারে আকাশ
পথ চেয়ে থাকে নির্যাতিতার রাত্রিবাস!!
কথা কহিবার তরে
ভেসেছে ভালো ঢের অমানিশায় ঘোরে,
একদিন বধু রুপে তাঁরে
জগৎ সূধা দিয়েছে ঢেলে
মহাপুরুষ পূরাণের কাব্য গিয়াছে ভুলে।
রেলের ঘনটা প্রতিরাতেই ডুকরে কাঁদে
আত্মা তখুন গতিপথ হেরে
দিগন্তরেখা বারেবারে খুজে ফেরে।
স্নিগ্ধরুচি অবেলার ঘরে,,,
ভগমান, তাঁরে এখুন সবে কিনামে ডাকে?
ধ্যানী, ধ্যাবড়া পরকাল লুকায়ে
পরাগ রেণু নিয়াছে আপনার তরে,,
সাধ্য কার বা মেলে,
ভুবনেশ্বর থমকে দিতে।।
হেনকাল পরে চরনে মুছিয়া ধুলি
মিনতি যে বা করে,
বৈকুণ্ঠধাম আবগে জরায়ে ধরে তাঁরে।
Pingback:দিগন্তরেখা – ফিরে দেখা