রুদ্র ম আল-আমিন এর কবিতা- নিথর
” নিথর ”
রুদ্র ম আল-আমিন
ওপারে নীলাকাশ মেঘের ভেলায়,
রাত্রিচরী জেগেছে রাত তারাদের মেলায়।
যেতে হবে এখুন যে ওপাড়ের ডাক,
শালচাদুরে মুরেছে তাঁরে দখিনার ধার।
পৌরষবোধ সবই আছে মনে
কতকাল রবে আর রব নামে ডেকে?
তন্ত্র মন্ত্র সাধনার বেরাজাল
পুরাণ কাঁদছে বুকের পাশে,
হাঁসিমুখ কাঁদে না, মানব বলেছে যে সকল ।
পাশের দোরে রয়েছে পরে নিথর
গেয়েছে গান কেউ বা মন্ত্র পরে।
কেউ বা বলেছে আবার,
বাইবেলেই সবি হতে হবে।
সরুপথ উঠোনের বায়,,,
বিভোবরী তখুনো দেখিছে প্রাণ রয়।
জবানি আছে কথা কহিবার পারো
আপনা আসিয়া ফের ত্রুটি নাহি কর।
ওপারের ডাক ফিরিবার নহে
স্মাশানেই নিয়ে চল,,,
পূন্য সাদ্ধি রত্নাদি লুটায়ে মেলে,
সাজায়ে চিতা কফিন দুধারেই টানি
মহারাজ্যে হট্র কট্ররেরা আসিল তখুন,
লাগাও অগ্নিরথ লুটায়ে দেবো দুলায়।